Site icon Jamuna Television

টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল, নিহত ৫

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি আর আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল। বন্যা এবং ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। খবর এপির।

নিহতরা সবাই ফিলাডেলফিয়ার নাগরিক। এদের মধ্যে এক শিশুও রয়েছে। এখনও নিখোঁজ ২ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় সপ্তাহের মতো ভারী বৃষ্টিপাত চলছে ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্যে। টানা বৃষ্টির কারণে সৃষ্টি হয়েছে বন্যা। বিদ্যুতহীন অবস্থায় রয়েছেন নিউইয়র্কের প্রায় ১২ হাজার মানুষ। বিভিন্ন রাজ্যে বাতিল করা হয়েছে ফ্লাইট। বন্ধ রাখা হয়েছে কানেকটিকাট বিমানবন্দরের কার্যক্রম।

আবহাওয়া দফতর জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

এএআর/

Exit mobile version