Site icon Jamuna Television

সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করছে ইসি

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সিসিটিভির মাধ্যমে পুরো নির্বাচন পর্যবেক্ষণ করছে ইলেকশন কমিশন।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোটগ্রহণ শুরু হলেও এখনও তেমন ভোটার উপস্থিতি নেই বললেই চলে। ঢাকা-১৭ আসনের ভোট নেয়া হচ্ছে ব্যালটে। এ আসনেও ভোটে অংশ নেয়নি বিএনপি। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৫৩ হাজার ৫৮০।

এটিএম/

Exit mobile version