Site icon Jamuna Television

শাহজালালে দুবাই থেকে আসা ফ্লাইটে মিললো ২৬ কেজি স্বর্ণ

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক বিভাগ। সোমবার (১৭ জুলাই) সকালে দুবাই থেকে আসা এক ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে জানা গেছে।

কাস্টম কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটের ১১ সিটের নিচ থেকে স্কচটেপ মোড়ানো স্বর্ণগুলো জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের কোনো মালিক পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা।

এএআর/

Exit mobile version