Site icon Jamuna Television

আবারও ক্রাইমিয়া-রাশিয়া সংযোগ সেতুতে বিস্ফোরণ, নিহত ২

আবারও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ক্রাইমিয়া-রাশিয়া সংযোগকারী কের্চ সেতুতে। এতে দুইজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে এক শিশু। খবর আল জাজিরার।

সোমবার (১৭ জুলাই) স্থানীয় সময় ভোরে মিসাইল হামলায় কেঁপে ওঠে পুরো সেতু।

স্থানীয়দের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায় মিসাইল হামলা হয়েছে সেতুটিতে। এরপরই কের্চ ব্রিজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। যান চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

রাশিয়ায় নিযুক্ত ক্রাইমিয়া প্রশাসনের প্রধান জানান, জরুরি অবস্থা দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এটি দ্রুত পুনরায় চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানানো হয়। গত বছরের অক্টোবরে বড় ধরনের বিস্ফোরণের পর আংশিকভাবে বন্ধ হয়ে যায় ব্রিজটি। সংস্কারের পর ফেব্রুয়ারিতে এসে সম্পূর্ণরূপে তা চালু হয়।

এটিএম/

Exit mobile version