Site icon Jamuna Television

কক্সবাজারে নারীকে বিবস্ত্র করে শরীরের মাংস তুলে নিয়ে নির্যাতন, গ্রেফতার ৩

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ ঘটনায় এক নারীকে বিবস্ত্র করে ধারালো অস্ত্র দিয়ে শরীরের মাংস তুলে নেয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১৭ জুলাই) সকালে এমন তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেফতারকৃতরা হলেন, আবুল হোছন, মো. আরিফ প্রকাশ পুতিয়া ও ডলি আক্তার।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, চলতি মাসের ১১ তারিখ জেলার চকরিয়ার কাকারা ইসলাম নগর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে প্রতিবেশী আবুল হোছন, সেলিম, আরিফ, ডলি আক্তারসহ আরও কয়েকজন মিলে বিবস্ত্র করে নির্যাতন করে। এ সময় তারা দা, কিরিচ ইত্যাদি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার শরীরের বড় অংশের মাংস তুলে নেয়। নির্যাতনে ওই নারী অজ্ঞান হয়ে পড়লে মৃত ভেবে তাকে গাড়ি চলাচলের রাস্তার ধারে ফেলে রাখে।

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হলে চারিদিকে নিন্দার ঝড় ওঠে।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বোন ৪ জনের নাম উল্লেখ করে এবং ৫-৬ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা করলে ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

এটিএম/

Exit mobile version