Site icon Jamuna Television

সাফের দল চূড়ান্ত করেছে বাফুফে

বাংলাদেশ দলের অনুশীলনের ছবি

দরজায় কড়া নাড়ছে সাফ। ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সাফ মিশন। শনিবার সন্ধ্যায় ২০ সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। স্বাভাবিকভাবে এশিয়ান গেমসে সাফল্য পাওয়া দলের সদস্যদের আধিক্য সেখানে।

২০ সদস্যের বাংলাদেশ দলে আছেন- আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল, তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, নাসিরউদ্দিন চৌধুরী, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, ওয়ালি ফয়সাল, জামাল ভূইয়া, ফয়সাল মাহমুদ, মামুনুল ইসলাম, মাশুক মিয়া জনি, ইমন বাবু, সাখাওয়াত রনি, সোহেল রানা, রবিউল হাসান, আতিকুল রহমান ফাহাদ, মাহাবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ ও সাদ উদ্দীন।

এশিয়ান গেমসের অনুশীলনে দক্ষিণ কোরিয়া যাওয়া দল থেকে বাদ পড়ছেন রহমত মিয়া, জাফর ইকবাল, মোহাম্মদ আব্দুল্লাহ, মতিন মিয়া, ফজলে রাব্বি, মঞ্জুরুল রহমান মানিক, লাবিব নেওয়াজ জীবন ও জুয়েল রানা, আনিসুর রহমান জিকো ও মাহফুজ হাসান প্রীতম।

কোচে জেমি ডে আশাবাদি, সাফে ভালো খেলবে বাংলাদেশ। বলেছেন, বাড়তি কোনো চাপে থাকবে না দল। সাম্প্রতিক সময়ের সাফল্যও আশা জাগাচ্ছে। এখন সাফল্যের দেখা পেলেই হয়। বাংলাদেশের ফুটবলের ঘুরে দাঁড়ানোর জন্য যেটি খু্ব দরকার।

যমুনা অনলাইন: এনকে/টিএফ

Exit mobile version