Site icon Jamuna Television

মাঝ সাগরে বিকল নৌকায় ভেসে ছিলেন ২ মাস, অবশেষে পোষ্যসহ উদ্ধার নাবিক

প্রশান্ত মহাসাগরে নৌকায় দুই মাস ভেসে থাকার পর এক অস্ট্রেলীয় নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে তার পোষা কুুকুরকেও। খবর স্কাই নিউজের।

কর্তৃপক্ষ জানায়, এপ্রিল মাসে সমুদ্র যাত্রায় বের হন সিডনির বাসিন্দা টিম শ্যাডক। সাথে ছিল তার পোষা কুকুরও। ৫১ বছর বয়সী ওই নাবিক মেক্সিকোর লা পাজ শহর থেকে যন্ত্রচালিত নৌকায় যাত্রা শুরু করেন। তার গন্তব্য ছিল প্রশান্ত মহাসাগরের ফ্রেঞ্চ পলিনেশিয়ান দ্বীপপুঞ্জ।

ছয় হাজার কিলোমিটারের বেশি দূরত্বের এ সমুদ্রযাত্রা শুরুর কয়েক সপ্তাহ পরই প্রচন্ড ঝড়ের মধ্যে পড়েন শ্যাডক। এতে নৌকাটির যন্ত্র বিকল হয়ে তিনি আটকা পড়েন উত্তর প্রশান্ত মহাসাগরে। সম্প্রতি একটি হেলিকপ্টার তাকে শনাক্ত করার পর উদ্ধার করা হয় এই নাবিককে।

চিকিৎসকরা জানান, এই দীর্ঘ সময় তিনি মাঝসমুদ্রে কাঁচা মাছ আর বৃষ্টির পানি খেয়ে বেঁচে ছিলেন। ওই নাবিকের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানানো হয়।

এসজেড/

Exit mobile version