Site icon Jamuna Television

ভোলায় মাদকসহ রোহিঙ্গা তরুণ আটক

ভোলা প্রতিনিধি:

ভোলায় বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন নামে এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃত হেলাল উদ্দিন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মো. হোসেন আহম্মেদের ছেলে।

সোমবার (১৭ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালের দিকে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় লঞ্চঘাটের পল্টুন থেকে হেলাল উদ্দিন নামে ওই রোহিঙ্গা তরুণকে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার ৩২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

আটককৃতের বিরুদ্ধে ভোলা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এসজেড/

Exit mobile version