ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।
মারিয়া হোসেন:
সময়টা বেশ ভালো যাচ্ছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের। বলিউড মাতানোর পর এ বছর পা দিয়েছেন হলিউডেও। এরই মধ্যে খবর এলো, এবার যশ রাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ এ অভিষেক হতে যাচ্ছে আলিয়ার।
বলিউডের সর্বোচ্চ উপার্জনকারী ফ্র্যাঞ্চাইজি এখন যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’। যেখানে গুপ্তচরের চরিত্রে হাজির হয়েছেন সালমান খান, শাহরুখ খান ও হৃতিক রোশনরা। এছাড়া নারী গুপ্তচরের ভূমিকায় তাক লাগিয়েছেন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। এবার, স্পাই ইউনিভার্সকে আরেকটু বিস্তৃত করতে চলেছে যশরাজ ফিল্মস। পুরুষ নয়, নারী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে স্পাই ইউনিভার্সের নতুন একটি সিনেমা। আর এ সিনেমায়ই হাজির হবেন আলিয়া ভাট।
জানা গেছে, যশ রাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়ার টিম নারী গোয়েন্দাকে নিয়ে এক দুর্দান্ত সিনেমা তৈরির প্রস্তুতি নিচ্ছে। স্পাই ইউনিভার্সের এ সিনেমায় আলিয়াকে দেখা যাবে এক সুপার এজেন্টের ভূমিকায়। আলিয়াও এ ব্যাপারে দারুণ উচ্ছ্বসিত। এর আগে ‘রাজি’ সিনেমায় গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু, নির্মাতাদের দাবি, আলিয়াকে এর আগে এমন ভূমিকায় দেখা যায়নি কখনও।
যশ রাজ ফিল্মসের এ সিনেমায় আলিয়াকে দেখা যাবে চোখ ধাঁধানো সব অ্যাকশন করতে। জানা গেছে, এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় আলিয়া দর্শককে চমকে দেবেন বলে মনে করছেন আদিত্য। আগামী বছর স্পাই ইউনিভার্সের নতুন এ সিনেমার শুটিং শুরু হবে। আর, এখন চলছে এর প্রি-প্রোডাকশনের কাজ।
প্রসঙ্গত, সব ঠিক থাকলে এটি হতে যাচ্ছে স্পাই ইউনিভার্সের ৮ম সিনেমা। ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে শুরু হয়েছিল এ ফ্র্যাঞ্চাইজি। এরপর একে একে মুক্তি পেয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘টাইগার থ্রি’। এছাড়া চলতি বছরের নভেম্বরে ‘ওয়ার টু’ সিনেমার শুটিং শুরু হবে। আগামী বছরের মাঝামাঝিতে শুরু হতে পারে ‘টাইগার ভার্সাস পাঠান’ সিনেমার শুটিং। এরপরই পরিকল্পনামাফিক আসবে নারীকেন্দ্রিক সিনেমাটি। বলিউড ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন এইসব সিনেমার জন্য।
/এসএইচ
Leave a reply