Site icon Jamuna Television

মারপিটে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় ৪ শিক্ষক গ্রেফতার

নিহত স্কুলছাত্র রাজপ্রতাপ দাশ।

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের মারপিটে স্কুলছাত্র রাজপ্রতাপ দাশের মৃত্যুর ঘটনায় চার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শিক্ষকরা হলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম পাড়, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মহিত, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ ও সহকারী শিক্ষক সিদ্ধার্থ রায় চৌধুরী। মামলার অপর আসামি সহকারী শিক্ষক মনিরুল ইসলাম এখনো পলাতক রয়েছেন।

নিহত স্কুলছাত্র রাজপ্রতাপ দাসের বাবা কালিগঞ্জ উপজেলার হিজলা গ্রামের দীনবন্ধু দাশ বাদী হয়ে কালিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। সোমবার (১৭ জুলাই) সকালে মামলাটি নথিভুক্ত করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান জানান, মামলায় অভিযুক্ত চার শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্যে, পাঁচ বন্ধু মিলে জন্মদিনের কেক কাটার সময় বাধা দেন শিক্ষকরা। সেখানে ছাত্রদের বেধড়ক মারপিট করেন শিক্ষক অবকাশ খাঁ। মারপিটের পর অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থী রাজপ্রতাপ দাস। পরে মারা যায় সে। ঘটনার পর স্কুল ঘেরাও করে বিক্ষোভ করে গ্রামবাসী ও শিক্ষার্থীরা।

ইউএইচ/

Exit mobile version