Site icon Jamuna Television

রাজধানীতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

রাজধানীর পান্থপথে সোস্যাল ইসলামী ব্যাংক হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা। শনিবার রাতে ঘটনার পর ভুক্তভোগী পরিবারের ক্ষোভের মুখে পালিয়ে গেছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টরা। মৃত জাহাঙ্গীর আলম কারওয়ান বাজার হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

জানা যায়, পিত্তথলির পাথর অপসারণে শনিবার দুপুরে এসআইবিএল হাসপাতালে ভর্তি হন জাহাঙ্গীর। বিকেলে অপারেশনের জন্য অজ্ঞান করে আইসিইউতে নেয়া হয় তাকে। সেখানে দায়িত্বে থাকা চিফ কনসালটেন্ট ডা. সৈয়দ তারিক রেজা জানান রোগীকে মৃত অবস্থাতেই আইসিইউ’তে নেয়া হয়েছে। তিনি আরও জানান, চেতনাহীন করার পরপরই তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের আইসিইউ’তে থাকা একজন বাদে আর কোন চিকিৎসককে পাওয়া যায়নি।
এ ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন স্বজনরা।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version