Site icon Jamuna Television

ব্রিকসে যোগদান সংক্রান্ত চুক্তির প্রস্তাব অনুমোদন

ব্রিকসের আর্থিক সুবিধা পেতে ‘অ্যাগ্রিমেন্ট অন দ্যা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রার বিষয়টি এই ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে। উন্নয়নের স্বার্থে বাংলাদেশ যেখানে অর্থ পাবে সেখানে যাবে। বিদুৎ ও জ্বালানির দুইটি প্রকল্প এই ব্যাংকের মাধ্যমে অর্থায়নের জন্য পাইপলাইনে আছে।

তিনি আরও জানান, মন্ত্রিসভায় ন্যাশনাল ট্যারিফ পলিসি- ২০২৩ এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া বিএসএমএমইউ এর আইন সংশোধন করে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের মেয়াদ ৩ বছরের পরিবর্তে ৪ বছর করার খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

/এমএন

Exit mobile version