Site icon Jamuna Television

পিরোজপুর ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী বিজয়ী

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে ৯,৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মো. ফাইজুর রশিদ খসরু। আর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মঞ্জু (জেপি) প্রার্থী মো. মাহিবুল হোসেন পেয়েছেন ৫,০৭১ ভোট।

সোমবার (১৭ জুলাই) এখানে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। ভান্ডারিয়া পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। এছাড়াও, ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।

ভান্ডারিয়া পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ১১ হাজার ২৩৬ জন আর নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন।

/এএম

Exit mobile version