Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বড় মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে রোববার (১৬ জুলাই)। দেশটির জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৭.২। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা করা হয়েছে। খবর রয়টার্সের।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রোববার আলাস্কার পেনিনসুলা অঞ্চলে অনুভূত হয় এ ভূমিকম্প। এর কেন্দ্র ছিল মাটির ৯.৩ কিলোমিটার গভীরে। অঞ্চলটির ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।

আলাস্কা মূলত ভূমিকম্প প্রবণ এলাকা। প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের অংশ এটি, যা সব সময় সক্রিয় থাকে।

১৯৬৪ সালের মার্চে আলাস্কায় বড়সড় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৯.২। এত প্রবল ভূমিকম্প এর আগে বা পরে উত্তর আমেরিকায় কখনও হয়নি। ওই ভূমিকম্পের জেরে আলাস্কা উপসাগর, পশ্চিম আমেরিকা, হাওয়াইতে সুনামি আছড়ে পড়েছিল। এতে প্রাণ যায় অন্তত ২৫০ জনের।

এসজেড/

Exit mobile version