Site icon Jamuna Television

ভোট প্রত্যাখ্যান করে হিরো আলম বললেন ‘এই সরকারের অধীনে আর নির্বাচন করবো না’

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান করেছেন একতারা প্রতীকের প্রার্থী ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় ব্রিফিংয়ে নির্বাচন ও ভোটের ফলাফল প্রত্যাখান করে এই প্রার্থী বলেন, এই নির্বাচন সুষ্ঠু হয়নি।

এদিন বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম। এই হামলার ঘটনায় প্রশাসনের নিরবতায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন, হামলার পরও এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পাননি। এই হামলার ঘটনা পরিকল্পিত।

হিরো আলম বললেন, এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবো না। ভোটের এ রকম পরিবেশ হলে, প্রার্থীদের ওপর হামলা হলে, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেয়ার কোনো দরকার নেই।

/এমএন

Exit mobile version