ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদরের মহামায়া গ্রামে অস্ত্র মামলায় পৃথক দুটি রায়ে ফারুক হোসেনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৭ জুলাই) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার অপর আসামি রাশিদুল ইসলাম ও লিটনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি ফারুক ঝিনাইদহ সদর উপজেলার সদরের মহামায়া গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ইসমাইল হোসেন বাদশা জানান, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি ঝিনাইদহ সদরের হলিধানী এলাকা থেকে ফারুক হোসেনের দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ বাদী হয়ে পর দিন সদর থানায় ফারুক হোসেন, রাশিদুল ইসলাম ও লিটনের নামে মামলা দায়ের করে। তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ১৭ মার্চ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় আসামিকে পৃথক দুটি ধারায় ১০ বছর ও ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।
ইউএইচ/

