Site icon Jamuna Television

কলা গাছের তন্তু থেকে তৈরি শাড়ি রফতানিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলা গাছের তন্তু থেকে তৈরি শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য রফতানির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেন শেখ হাসিনা। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি ৩টি শাড়ি ও ২টি জুয়েলারি বক্স এ সময় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলা গাছের তন্তু হতে মনিপুরী ডিজাইনের এই শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। অবশ্য প্রধানমন্ত্রীকে উপহার দেয়া শাড়ি ৩টি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ। এছাড়া, পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার ও ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেন বান্দরবানের জেলা প্রশাসক।

/এমএন

Exit mobile version