Site icon Jamuna Television

৭ পৌরসভার ৬টিতে আ. লীগের মেয়র প্রার্থী জয়ী

সোমবার (১৭ জুলাই) অনুষ্ঠিত দেশের ৭টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ছয় মেয়র প্রার্থী জয় পেয়েছেন। আর একটিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী।

এরমধ্যে চাঁদপুরে আওয়ামী লীগের প্রার্থী আরিফ উল্ল্যাহ সরকার, বেনাপোলে নাসির উদ্দিন, সিরাজগঞ্জে আব্দুর রাজ্জাক, কুমিল্লায় সাইফুল ইসলাম, চট্টগ্রামে লোকমান হাকিম, পিরোজপুরে ফাইজুর রশিদ এবং শরীয়তপুরে স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়াল বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।

এর আগে, এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাত পৌরসভায় ইভিএমে ভোটগ্রহণ চলে।

এছাড়া, সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত জয় পেয়েছেন। একইদিনে দেশের কিছু ইউনিয়ন পরিষদেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

/এমএন

Exit mobile version