Site icon Jamuna Television

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। সিরিজটি সামনে রেখে এবার সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। এরপর ২০ ডিসেম্বরে নেলসনে দ্বিতীয় ওয়ানডে খেলার পর; নেপিয়ারে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নেপিয়ারে ২৭ ডিসেম্বর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল। এরপর ২৯ ও ৩১ ডিসেম্বর তাউরাঙ্গাতে পরের দুটি ম্যাচ খেলবে দুই দল।

বাংলাদেশের সঙ্গে সফরসূচি ছাড়াও এদিন আরও তিনটি সিরিজের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। বাংলাদেশের সঙ্গে সিরিজের পরেই টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে ব্ল্যাকক্যাপসরা। 

এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ এবং ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ।

/আরআইএম

Exit mobile version