Site icon Jamuna Television

টাইপিংজনিত ভুলে মার্কিন সামরিক বাহিনীর কয়েক হাজার মেইল গেছে রুশ মিত্র মালিতে

টাইপিংজনিত ভুলে বছরের পর বছর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর লাখ লাখ মেইল পাঠানো হয়েছে আফ্রিকার দেশ মালিতে। ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। খবর এনডিটিভির।

মার্কিন সামরিক বাহিনীর ডোমেইন নেইম ডট মিল এ এসব মেইল পাঠানোর কথা থাকলেও, ‘এমআইএল’ এর আই বাদ পড়ে যাওয়ায় মেসেজ গিয়েছে ডট এমএল ডোমেইনে। যা মূলত রাশিয়ার মিত্র মালির সরকারি ডোমেইন। অতি গোপনীয় না হলেও পাসওয়ার্ড, মেডিকেল রেকর্ডস, মানচিত্র, শীর্ষ কর্মকর্তাদের ভ্রমণ তথ্যের মতো স্পর্শকাতর নানা ইস্যু ছিল ইমেইলগুলোতে।

১০ বছর আগেই সমস্যাটি শনাক্ত করেন নেদারল্যান্ডসের আইটি বিশেষজ্ঞ জোহানেস জুরিবার। মালির সরকারি ডোমেইন পরিচালনায় চুক্তিবদ্ধ তিনি। চুক্তির মেয়াদ শেষের দিকে থাকায় চলতি মাসেই মার্কিন কর্তৃপক্ষকে চিঠি লিখে সতর্ক করেন জোহানেস। তিনি জানান, এরপর ডোমেইনের নিয়ন্ত্রণ নেবে দেশটির সামরিক সরকার। ভুল ঠিকানায় যাওয়া ইমেইলগুলো যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকির কারণ হতে পারে বলেও জানান তিনি। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পেন্টাগন।

এসজেড/

Exit mobile version