Site icon Jamuna Television

ক্রাইমিয়া ব্রিজে হামলার ‘প্রতিশোধ’ নিলো রাশিয়া, ইউক্রেনে রাতভর চললো আক্রমণ

ইউক্রেনের বিভিন্ন স্থানে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওডেসা এবং মাইকোলাইভ বন্দরে রাতভর হামলা চালানো হয়েছে। এটিকে ক্রাইমিয়া ব্রিজে হামলার ‘গণ পরিসরে প্রতিশোধ’ হিসেবে দেখছে মস্কো। খবর আল জাজিরার।

মস্কো জানায়, ইউক্রেনীয় বাহিনীর বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। এর পাশাপাশি গোপন অস্ত্রাগারেও হামলা চালানো হয়েছে। মাল্টিপারপাস রকেট, দূর পাল্লার কামান থেকে গোলাবর্ষণের পাশাপাশি বিমান হামলাও চালানো হয়।

এছাড়াও ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিস্ফোরণ ঘটানো হয় বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে। ক্রাইমিয়া সেতুতে হামলার জবাবেই এই অভিযান বলে জানানো হয়। কিয়েভ জানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। ধ্বংস করা হয়েছে রাশিয়ার ৩২টি ড্রোন এবং ৬টি মিসাইল।

এসজেড/

Exit mobile version