Site icon Jamuna Television

ছিনতাইয়ে বাধা দেয়ায় কলেজ শিক্ষার্থী রাকিব খুন, গ্রেফতার ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিব হত্যাকাণ্ডে জড়িত তিন জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইকবাল (১৬), মো. সুমন ভুঁইয়া ওরফে বড় সুমন (২৫) ও মো. সুমন ওরফে ছোট সুমন (১৪)। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, ব্যাটারিচালিত একটি রিকশা ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান। তিনি বলেন, মোবাইল ফোন ছিনিয়ে নিতেই হত্যা করা হয় আদনানকে। চক্রটি রাতের অন্ধকারে রিকশা নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিনতাই করতো। এই চক্রে জড়িত ছিল মোট ৪ জন। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়। পলাতক আরও একজনকে শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান।

প্রসঙ্গত, সোমবার (১৭ জুলাই) রাতে ধানমন্ডি থানার শেখ জামাল ক্লাবের ফুটপাতের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আদনান সাইদ রাকিব (১৮) নিহত হন। তিনি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

/এএম/এসজেড/

Exit mobile version