Site icon Jamuna Television

৫ বছরের মধ্যে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩ মৃত্যু হয়েছে, যা গত ৫ বছরের মধ্যে একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৩৩ জন।

মঙ্গলবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৭৯ জন। আর ঢাকার বাইরের বাসিন্দা ৭৫৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজারে। তাদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন পাঁচ হাজার ৫৬৯ জন। আর এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১২৭ জন।

এসজেড/

Exit mobile version