Site icon Jamuna Television

রাজশাহীতে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে জখম, গ্রেফতার হয়নি প্রধান আসামি

ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর ঝলমলিয়া এলাকায় সাবেক সেনা সদস্য নাজমুল ইসলাম সুমনকে কুপিয়ে জখম করার ৯ দিন পরেও মামলার প্রধান আসামিদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বরং, মামলা তুলে নিতে দেওয়া হচ্ছে হুমকি ধামকি।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টায় রাজশাহীর একটি কনভেনশন সেন্টারে নির্যাতিত সাবেক সেনা সদস্য সুমনের বাবা নজরুল ইসলাম এহিয়া এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। তিনি বলেন, গত রোববার (৯ জুলাই) বিকেলে আমার ছেলে সুমনকে হত্যার উদ্দেশে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার দুই হাত ও দুই পায়ের রগ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয়া হয়। সে বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

ঘটনার পর অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে পুঠিয়া থানায় মামলা করা হয়। মামলায় তিন জনকে গ্রেফতার করা হলেও আক্রমণের মূল হোতা আহসানুল হক মাসুদসহ অন্যান্য আসামিদের এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি বলে তিনি অভিযোগ করেছেন।

রাজশাহী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আব্দুল হাই বলেন, আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

/এএম

Exit mobile version