Site icon Jamuna Television

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীকে ফুলের মালা পরানোয় এসআই প্রত্যাহার

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে হারিয়ে বিজয়ী হবার পর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে ফুলের মালা পরানোর অভিযোগে পুলিশের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) রাতেই এ অভিযোগে তাকে প্রত্যাহার করে পিরোজপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। অভিযুক্ত ওই উপ-পরিদর্শক মুজিবুল হক নেছারাবাদ থানায় কর্মরত ছিলেন।

জানা যায়, সোমবার অনুষ্ঠিত হয় নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। যেখানে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী ফারজানা আক্তারকে হারিয়ে বিজয়ী হন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমান। এর পরেই বিজয় উল্লাসে গাজী মিজানুর রহমানের গলায় ফুলের মালা পরিয়ে দেন এসআই মুউজিবুল হক। এমন কাজের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তাকে নেছারাবাদ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেয়া হয়।

নৌকার পরাজিত প্রার্থী ফারজানা আক্তার বলেন, বিষয়টি আমি ফেসবুকে দেখতে পেয়ে পুলিশ সুপারকে অবহিত করি। এছাড়া গতকাল পুলিশের এসআই মুজিবুল হক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর মতো কাজ করেছেন। আমার কর্মীদের হামলার পরেও পুলিশের ছিল অসহযোগিতা।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে উপ-পরিদর্শক মুজিবুলকে নেছারাবাদ থানা থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version