Site icon Jamuna Television

সৌদ শাকিলের ডাবল সেঞ্চুরিতে ড্রাইভিং সিটে পাকিস্তান

সৌদ শাকিলের উদ্‌যাপন। ছবি: এএফপি

সৌদ শাকিলের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৬১ করে ১৪৯ রানের লিড নিয়েছে পাকিস্তান। নিজেদের দ্বিতীয় ইনিংসে লঙ্কা বাহিনী বিনা উইকেটে ১৪ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করে। পাকিস্তানের চেয়ে তারা এখনও পিছিয়ে ১৩৫ রানে।

আগের দিন ৫ উইকেটে ২২১ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। ৬৯ রানে সৌদ শাকিল ও ৬১ রানে আগা সালমান অপরাজিত ছিলেন। মঙ্গলবার (১৮ জুলাই) সকালের সেশনে আগা সালমান ৮৩ রান করে আউট হয়ে গেলে তাতে দু’জনের ১৭৭ রানের জুটি ভেঙে যায়। এরপর ৬ টেস্টের ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি ওপেনার শাকিল। সেটাকে পরে ডাবলে রুপান্তর করে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েন।

পাকিস্তানি এ ওপেনারকে শ্রীলঙ্কার বোলাররা আউট করতে পারেননি। নোমান আলীও এদিন তাকে যোগ্য সঙ্গ দেন। তিনি করেন ৫৭ বলে ২৫ রান। শ্রীলঙ্কার হয়ে ১৩৬ রানে ৫ উইকেট নেন রমেশ মেন্ডিস।

/এএম

Exit mobile version