Site icon Jamuna Television

পর্যবেক্ষক পাঠালে ইসি কী সহায়তা দেবে জানতে চেয়েছে ইইউ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে পর্যবেক্ষক পাঠালে কী ধরনের সহযোগিতা করতে পারবে নির্বাচন কমিশন, তা জানতে চেয়েছে ঢাকায় সফররত ইইউ প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ইসিতে বৈঠক শেষে যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবার রহমান সরকার এ কথা জানান। তিনি আরও জানিয়েছেন, নির্বাচনকালীন সব পদ্ধতি, সাংবাদিক, স্থানীয় পর্যবেক্ষক, আইন, সংবিধান, আরপিও ও নতুন সংশোধনী থেকে শুরু করে সার্বিক বিষয়েও তারা জানতে চেয়েছেন।

মাহবুবার রহমান সরকার দাবি করেন, নির্বাচন নিয়ে ইইউর কেউ উদ্বেগ দেখাননি। কমিশন কী ধরনের সহায়তা দেবেন, তা জানতে চেয়েছেন শুধু। বিদেশি পর্যবেক্ষকরা দুই মাস আগে আসলে কোন প্রক্রিয়া অবলম্বন করে আসবে, সেসব বিষয়ে জানতে চেয়েছে ইইউ।

/এমএন

Exit mobile version