Site icon Jamuna Television

যুব সমাজকে পরিবেশবান্ধব কাজে আত্মনিয়োগের আহ্বান স্পিকারের

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

যুবকল্যাণ তহবিল থেকে ৬৪ জেলার সর্বোত্তম যুব সংগঠনের প্রতিনিধিদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আরও বলেন, যুবরাই জাতির প্রধান চালিকাশক্তি। তাই দারিদ্র‍ বিমোচন ও টেকসই উৎপাদনে যুবদের স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, সরকার যুবদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের ডিপ্লোমা কোর্সের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

/এমএন

Exit mobile version