Site icon Jamuna Television

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মো. আলী তুহিন নামের এক স্কুলছাত্র স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে। এ সময় তার সঙ্গে গোসলে নামা ৩ বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টায় সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ স্কুলছাত্র কক্সবাজার পৌরসভার নুর পাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে। কক্সবাজার পৌর প্রিপ্যাটরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা জানান, চার বন্ধু সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় লাইফ গার্ড কর্মীরা ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও এক জন নিখোঁজ হয়। তাকে উদ্ধারের জন্য লাইফ গার্ড কর্মী, ফায়ার সার্ভিস ও ট্যুরিস্ট পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

/এএম

Exit mobile version