Site icon Jamuna Television

সরকারের উন্নয়ন কাজ প্রচারের জন্য ফ্রি ওয়াইফাই উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি:

সরকারের উন্নয়ন কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ি উপজেলার ৫০টি স্পটে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করেছেন নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রার্থী ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে চাটখিল, সোনাইমুড়ি ও জয়াগ বাজারে প্রাথমিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির বলেন, এ ওয়াইফাই উদ্বোধনের মধ্য দিয়ে মানুষ আরও বেশি সচেতন হবে এবং সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনে এগিয়ে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ইমরানুল হক ভুঁইয়া, সোনাইমুড়ি উপজেলা নির্বাহী অফিসার ইসমাঈল হোসেন, চাটখিল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন, চাটখিল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু তাহের ইভুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ইউএইচ/

Exit mobile version