Site icon Jamuna Television

আজ প্রকাশিত হবে এশিয়া কাপের সূচি

ছবি: সংগৃহীত

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আজ (১৯ জুলাই) প্রকাশিত হবে এশিয়া কাপের সূচি। বাংলাদেশ সময় রাত সোয়া আটটায় আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। যেখানে গ্রুপ পর্বের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোর ও মুলতানে। ভারতের সবগুলো ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ভারত শুরু থেকেই পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে অনাগ্রহ দেখানোয় জটিলতার শুরু।

এ নিয়ে নানা দেন দরবারের পরও মন গলেনি বিসিসিআইয়ের। তাই সূচি প্রকাশে বিলম্ব হয়। শেষ পর্যন্ত ভারতের প্রস্তাব মেনেই আসর আয়োজনের সিদ্ধান্ত পাকিস্তানের। আগামী ৩১ আগস্ট শুরু হয়ে এশিয়া কাপের পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর।

/আরআইএম

Exit mobile version