Site icon Jamuna Television

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২; আহত ৭

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ গেছে কমপক্ষে দু’জনের। মঙ্গলবারের (১৮ জুলাই) এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। খবর আল জাজিরার।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরটির ব্যস্ততম সড়কে আধাসামরিক বাহিনীর একটি গাড়ির কাছেই হয় বিস্ফোরণ। পুলিশ জানায়, এ ঘটনায় নিহত হয়েছে হামলাকারীও। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ নামের নবগঠিত এক জঙ্গি সংগঠন।

সরকারের সাথে জিহাদী সংগঠনগুলোর এক চুক্তির মেয়াদ শেষ হয় ২০২২ সালের শেষের দিকে। এরপর থেকেই বাড়ে হামলার ঘটনা। চলতি বছরের শুরুতেই পেশোয়ারে একটি মসজিদে হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়।

/আরআইএম

Exit mobile version