Site icon Jamuna Television

এশিয়া কাপের খসড়া সূচি প্রকাশ করেছে ক্রিকইনফো

ছবি: সংগৃহীত

এখনও প্রকাশ করা হয়নি আসন্ন এশিয়া কাপের সূচি। যদিও খসড়া সূচি এরই মাঝে হাতে পেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেই সূচি প্রকাশ করেছে ক্রিকইনফো। সেখানে জানা গেছে, আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ।

‘ইএসপিএন’ জানিয়েছে, আগামী ৩১ আগস্ট শুরু হওয়ার কথা থাকলেও পিসিবির তৈরি খসড়া সূচিতে সেটা এক দিন এগিয়ে ৩০ আগস্ট করা হয়েছে। তবে ফাইনালের তারিখে কোনো পরিবর্তন হয়নি। নির্ধারিত ১৭ সেপ্টেম্বর হবে ফাইনাল। চূড়ান্ত সূচি এখনো ঘোষণা করেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

খসরা সূচি অনুযায়ী, ৩০ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে মুলতানে; স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নবাগত নেপাল। ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এর একদিন পরেই শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপের মিশন। ৩ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।

গ্রুপ পর্বের আরেক ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটি বাংলাদেশ কোথায় খেলবে সেটা অবশ্য জানা যায়নি। তবে ধারণা করে নেয়া যায়, সেটি হবে শ্রীলঙ্কাতেই।

টুর্নামেন্টে সব মিলিয়ে ম্যাচ হবে ১৩টি। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা ২টায়। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী নেপাল, ‘বি’ গ্রুপে বাংলাদেশ পেয়েছে আফগানিস্তান ও সহ-আয়োজক শ্রীলঙ্কাকে। প্রতিটি গ্রুপের শীর্ষ দু’টি দল সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করবে এবং এই পর্বের শীর্ষ দু’টি দল ফাইনালে যাবে।

/আরআইএম

Exit mobile version