Site icon Jamuna Television

প্রত্যাশার চেয়ে ভালো করেছে বাংলাদেশের রফতানি খাত: এডিবি

চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৫ শতাংশ। আর প্রত্যাশার চেয়ে ভালো করেছে দেশের রফতানি খাত। নতুন ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এমন পূর্বাভাসই দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। তবে মূলস্ফীতি নিয়ে চ্যালেঞ্জ আছে বলেও জানিয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকালে ফিলিপাইনের ম্যানিলায় এডিবির প্রধান কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ হয়। তাতে দাবি করা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও খাদ্যের দাম কমায় এশিয়া মহাদেশে মূল্যস্ফীতি কমে দাঁড়াবে ৩.৬ শতাংশে। এভাবে চললে দ্রুতই কোভিড মহামারির আগের অবস্থায় পৌঁছানো সম্ভব। এই অঞ্চলে প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৮ শতাংশে।

বাংলাদেশ প্রসঙ্গে এডিবি জানায়, বন্যা-ঘুর্ণিঝড়ের কারণে কৃষি খাতে কিছুটা ক্ষতি হয়েছে। তবে সরকারি নীতি সহায়তার শতভাগ সুযোগ নিয়েছে এই শিল্প। তাই রফতানি বেড়েছে।

এদিকে, বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ে স্পষ্ট পরিসংখ্যান না বললেও এটি বাড়ার আভাস দিয়েছে এডিবি। বলছে, সরকারি ব্যয় ও বিনিয়োগ দুটোই বেড়েছে। পণ্য আমদানি নিয়ন্ত্রণে আছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

/এমএন

Exit mobile version