Site icon Jamuna Television

‘বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ’

বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৯ জুলাই) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৩-২০২৪ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সরকার প্রধান বলেন, নানা প্রতিকূলতা মোকাবেলা করে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। দ্রুত দেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করাই সরকার মূল উদ্দেশ্য। আর বাংলাদেশর মানুষ উন্নয়নের ফলাফল দেখছে। ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত পরিকল্পিত কাজগুলো বাস্তবায়ন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বঙ্গবন্ধুর দেখিয়ে যাওয়া পথ ধরেই বাংলাদেশের উন্নয়নের রূপরেখা তৈরি করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। বললেন, সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে সরকার।

/এমএন

Exit mobile version