Site icon Jamuna Television

কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না কানাডার দাবানল

ক্রমেই আরও ভয়াবহ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া দাবানল। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না কানাডার দাবানল। আলবার্টা, কুইবেক ও কানাডায় এখনও সক্রিয় দুই শতাধিক দাবানল। খবর বিবিসির।

আগুনের ভয়াবহতা ছড়িয়েছে গ্রিস, স্পেন এবং সুইজারল্যান্ডে। তবে পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে গ্রিস এবং স্পেনে। এথেন্সের কাছাকাছি অন্তত ১০টি স্থানে জ্বলছে আগুন। সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ। আগুন নেভাতে কাজ করছে অন্তত ১০টি বিমান।

এছাড়াও ফায়ার সার্ভিসের দেড়শ ইউনিট এসব আগুন নেভাতে কাজ করছে। ছড়িয়ে পড়েছে স্পেনের লা পালমা দ্বীপের দাবানলও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অন্তত চার হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

এটিএম/

Exit mobile version