Site icon Jamuna Television

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৮ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে সদর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. আব্দুল আওয়াল, মো. আবিদ হাসান নাহিদ, মো. ইমরান, শাকিল আহমেদ ও আফজাল আহমেদ জনি।

ডিবি পুলিশের উপপরিদর্শক কবির উদ্দিন জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারা একটি মাইক্রোবাসে অবস্থান করছিল। তাদের কাছ থেকে ৩টি চাপাতি ও ২টি চাকু উদ্ধার করা হয়।

বুধবার (১৯ জুলাই) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। দু’জনের বিরুদ্ধে এর আগেও ডাকাতির মামলা রয়েছে।

/এএম

Exit mobile version