Site icon Jamuna Television

জয়পুরহাটে বিএনপির ৮১ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা চার শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে বিএনপির ৮১ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা চার শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ায় এ মামলা হয়।
বুধবার (১৯ জুলাই) সকালে সদর থানার এস আই রুবেল বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলাকালে তাদের ওপর হামলা চালায় বিএনপির লোকজন। পুলিশ পরিস্থিতি শান্ত করতে গেলে তারা পুলিশের ওপরও চড়াও হয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

মামলায় জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, তার ভাই উজ্জল প্রধান, মামুন প্রধান, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, যুবদলের সভাপতি শাহনেওয়াজ কবির শুভ্র, আদনানসহ প্রথম সারির নেতাদের আসামী করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

জয়পুরহাট সদর থানার ওসি সরোয়ার হোসেন জানান, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/এএম

Exit mobile version