Site icon Jamuna Television

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ১৯ জনের মৃত্যু

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর মাঝে রাজধানী ঢাকায় ১৭ এবং ঢাকার বাইরে ২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়েছে, এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৪৬ জনের এবং মোট সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৭৯২ জন।

বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৫ হাজার ৫৫২ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৯২ জন। এর মাঝে ৯২২ জনই ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের বাসিন্দা ৮৭০ জন। ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রায় অর্ধেকেরই বয়স ১৮ থেকে ৪০ এর মধ্যে।

আরও পড়ুন: এবার ডেঙ্গুতে আক্রান্তের প্রায় অর্ধেকরই বয়স ১৮ থেকে ৪০ বছর

/এম ই

Exit mobile version