Site icon Jamuna Television

২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ ক্লিন এনার্জি নিশ্চিতে কাজ করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সরকার ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ ক্লিন এনার্জি নিশ্চিতে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (১৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের আয়োজনে এক আলোচনায় তিনি একথা জানান। প্রতিমন্ত্রী জানান, নবায়নযোগ্য শক্তি উৎপাদন বৃদ্ধিতে সরকারের আগ্রহ থাকলেও বাংলাদেশে জমির স্বল্পতা ও ঘনবসতির কারণে খুব বেশি করা সম্ভব নয়। তাই সরকার ক্লিন এনার্জিকে গুরুত্ব দিচ্ছে। গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোকে এর তাপ ব্যবহার করেও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে।

পরিবেশ সুরক্ষায় দেশে ব্যাটারি চালিত ৪০ লাখ থ্রি হুইলার গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এগুলো পরিচালনায় লিথিয়াম ব্যাটারি নিশ্চিতে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসা প্রয়োজন বলেও জানান প্রতিমন্ত্রী।

এটিএম/

Exit mobile version