
ঠাকুরগাঁও প্রতিনিধি:
দিনাজপুরে বিএনপির পদযাত্রায় ঠাকুরগাঁওয়ের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে হাজি দানেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের বিরুদ্ধে।
বুধবার (১৯ জুলাই) দুপুরে দিনাজপুর হাজি দানেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হামলায় প্রায় শতাধিক বিএনপি নেতাকর্মী আহত ও বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, দিনাজপুরের পদযাত্রায় অংশ নিতে দুপুরে ঠাকুরগাঁও বিএনপির ২০টি গাড়ি বহর দিনাজপুরের হাজি দানেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অতিক্রম করার সময় হঠাৎ গাড়ি বহরে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা গাড়ি থেকে বের হলে ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়। আহত নেতাকর্মীরা দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এটিএম/
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply