Site icon Jamuna Television

নারী ফুটবল বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে নিউজিল্যান্ডে বন্দুক হামলা

নারী ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে বন্দুক হামলার ঘটনা হলো নিউজিল্যান্ডের অকল্যান্ডে। মৃত্যু হয়েছে হামলাকারীসহ ৩ জনের। খবর রয়টার্সের।

এই ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ছয় জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২২ মিনিটের দিকে নগরীর কেন্দ্রে একটি নির্মাণ সাইটে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে বন্দুকধারী। কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যায় পুলিশ। অভিযানে মৃত্যু হয় হামলাকারীর। একটি পাম্প অ্যাকশন শটগান পাওয়া গেছে তার কাছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

এটি সন্ত্রাসী হামলা নয় বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। বিশ্বকাপ টুর্নামেন্টে এর কোনো প্রভাব ফেলবে না বলেও জানান।

ফিফার কর্মী ও ফুটবল দলগুলোর সদস্যরা নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন ক্রিস। বলেন, পরিকল্পনা অনুযায়ীই হবে ম্যাচ।

নিউজিল্যান্ডের ক্রীড়ামন্ত্রী গ্রান্ট রবার্টসন জানিয়েছেন, মাঠ ও মাঠের বাইরে নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ফিফার নবম নারী বিশ্বকাপ ফুটবল। শহরটির ইডেন পার্কে নিউজিল্যান্ড ও নরওয়ের মধ্যে অনুষ্ঠিত হবে স্বাগতিক ম্যাচ।

/এমএন

Exit mobile version