Site icon Jamuna Television

মায়ামিতে যোগ দিচ্ছে মেসির আরেক সাবেক সতীর্থ

সার্জিও বুসকেটসের পর মেসির সাবেক আরও এক বার্সেলোনা সতীর্থ ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছে। ফ্রি এজেন্ট স্প্যানিশ লেফট ব্যাক জর্ডি আলবাকে দলে নিয়েছে মায়ামি।

ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস নিশ্চিত করেছেন জর্ডি আলবার সাথে চুক্তি পাকা করে ফেলেছে তার ক্লাব। কয়েক দিনের মধ্যেই দলের সাথে যোগ দেবেন এই ডিফেন্ডার।

বার্সেলোনার হয়ে ১১ বছরের ক্যারিয়ারে সাড়ে চারশর বেশি ম্যাচ খেলেছেন আলবা। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রেসহ প্রায় সব শিরোপা। আলবা স্পেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক। লা রোহদের হয়ে খেলেছেন ৯৩টি ম্যাচ।

/এমএন

Exit mobile version