Site icon Jamuna Television

রুশ হামলায় ৬০ হাজার টন শস্য ধ্বংস: ইউক্রেন

শস্য গুদামে হামলা চালিয়েছে রাশিয়া। ছবি: রয়টার্স।

কৃষ্ণ সাগরীয় এলাকায় রুশ বাহিনীর মিসাইল হামলায় ইউক্রেনের ৬০ হাজার টন শস্য ধ্বংস হয়েছে, এ তথ্য জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী মাইকোলা সোল্সকি। খবর রয়টার্সের।

তিনি বলেন, ওডেসা বন্দর ছিল মূল টার্গেট। বিধ্বস্ত হয়েছে একাধিক গুদাম। নয় বছরের এক শিশুসহ আহত হয়েছে ১২ বেসামরিক। কৃষ্ণ সাগরীয় এলাকায় চোরনোমোরস্কেও হয়েছে হামলা। ইউক্রেনের সাথে শস্যচুক্তির মেয়াদ শেষের কয়েক ঘণ্টার মধ্যে মঙ্গলবার সকাল থেকেই ইউক্রেনীয় বন্দরে হামলা শুরু করে রাশিয়া। বুধবারও রাতভর চলে হামলা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব অভিযানে ব্যবহার করা হয়েছে ক্যালিবার ক্রুজ মিসাইল, ড্রোন, সুপারসনিক ও কে এইচ টোয়েন্টি টু অ্যান্টি শিপ মিসাইল। কৃষ্ণ সাগর, ক্রাইমিয়া ও রাশিয়ার দক্ষিণাঞ্চল থেকে ছোড়া হয়েছে এগুলো। ৩৭টি মিসাইল ও ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন।

/এমএন

Exit mobile version