Site icon Jamuna Television

শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারালো পাকিস্তান

ডাবল সেঞ্চুরিয়ান সৌদ শাকিল। ছবি: সংগৃহীত

গলে টেস্টে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে বাবর আজমের দল এগিয়ে গেল ১-০ তে।

বৃহস্পতিবার (২০ জুলাই) গল টেস্টের পঞ্চম দিনে ১৩১ রান তাড়া করতে নামেন আগের দিন অপরাজিত থাকা দুই ব্যাটার ইমাম-উল-হক ও বাবর আজম। চতুর্থ দিনে পাকিস্তান হারিয়ে ফেলেছিল ৩ উইকেট। অধিনায়ক বাবর আজমসহ আজ আরও ৩টি উইকেট খোয়া যায় সফরকারী দলের। ইমাম-উল-হক নিজের অষ্টম ফিফটি হাঁকিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। বাবর ২৪ রানের বেশি করতে পারেননি। সৌদ শাকিল করেন মূল্যবান ৩০ রান। প্রবাত জয়সুরিয়া ৪ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে কিছুটা হলেও জয়ের আশা দেখাতে সক্ষম হন।

এর আগে, ধনাঞ্জয়া ডি সিলভার সৌজন্যে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩১২ এবং দ্বিতীয় ইনিংসে ২৭৯ সংগ্রহ করে। প্রথম ইনিংসে ধনাঞ্জয়ার সেঞ্চুরির জবাব দেন পাকিস্তানের সৌদ শাকিল ডাবল সেঞ্চুরি করে। শ্রীলঙ্কার মাটিতে এটা ছিল পাকিস্তানের কোনো ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরি।

/এএম

Exit mobile version