Site icon Jamuna Television

নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিদেশিদের মাথা ব্যথা নেই: কাদের

বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিদেশিদের কোনো মাথা ব্যথা নেই, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর বনানীতে ব্রিটিশ হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, এখন সবার সাথেই রাজনৈতিক আলোচনা হচ্ছে। ব্রিটিশ হাইকমিশনারের সাথে নির্বাচন কীভাবে সুষ্ঠু-স্বাভাবিক করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

ওবায়দুল কাদের আবারও জানিয়েছেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন হবে। বিএনপি যে শর্ত দিয়েছে তা সংবিধানের বাইরে বলে উল্লেখ করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশে সহিংসতা করবে এটাই তাদের মূল লক্ষ্য। এছাড়া বিএনপির একদফা দাবির বিষয়েও বিদেশিদের কোনো বক্তব্য নেই।

/এমএন

Exit mobile version