Site icon Jamuna Television

নাটোরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

গ্রেফতারকৃত মো. আজাদ।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের নলডাঙ্গায় শারীরিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার পূর্ব মাধনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজাদ নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত ছাবের আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ১০ জুলাই বিকেল ৫টার দিকে ভুক্তভোগী শিশুটি আজাদের নাতনীর সন্ধানে তার বাড়িতে যায়। এ সময় ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে আজাদ প্রতিবন্ধী শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে তাকে হত্যার হুমকিও দেয় অভিযুক্ত আজাদ।

পরে ওই শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার মাকে বিষয়টি জানায় সে। এই ঘটনায় শিশুটির বাবা বুধবার সন্ধ্যায় নলডাঙ্গা থানায় মামলা করেন। এ মামলার জেরে পুলিশ অভিযান চালিয়ে আজাদকে গ্রেফতার করে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নলডাঙ্গা থানার ওসি তদন্ত মো. আকবর হোসেন।

এসজেড/

Exit mobile version