Site icon Jamuna Television

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান রনি নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে নুরপুর গ্রামে নিজ বাসভবনে এ ঘটনা ঘটে। তিনি দক্ষিণ ইউনিয়নের নুরপুর দরবার শরিফের পীর আব্দুল মান্নানের ছেলে।

রনির শ্যালক হাসান মাহমুদ পারভেজ বলেন, ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে দুপুরে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন রনি। এক পর্যায়ে আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এএম

Exit mobile version