Site icon Jamuna Television

ট্রেডমিলে হাঁটতে হাঁটতে জিমেই মৃত্যু!

জিমে ট্রেডমিল একটি সাধারণ বিষয়। যারা সময়-সুযোগের অভাবে বাইরে হাঁটতে যেতে পারেন না, তারা ট্রেডমিলে দৌড়ে ওজন কমিয়ে থাকেন। তবে এই শরীর চর্চাই হলো এক যুবকের মৃত্যুর কারণ। দিল্লির এক যুবক জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন। খবর আনন্দবাজারের।

ঘটনাটি দিল্লির রোহিণী এলাকার। মৃত যুবকের নাম সক্ষম প্রুথি (২৪)। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭টা নাগাদ জিমে আচমকা অচেতন হয়ে পড়েন তিনি।

হাঁটতে হাঁটতে ট্রেডমিলের উপরেই লুটিয়ে পড়েছিলেন সক্ষম। সেখানে উপস্থিত অন্যরা এসে তাঁকে ধরাধরি করে তোলেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা যুবককে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা যুবকের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তাতে জানা যায়, ট্রেডমিলটি কোনোভাবে বিদ্যুতের সংস্পর্শে এসেছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়েছে তার। পুলিশ ওই জিমের মালিককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এনে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এটিএম/

Exit mobile version