Site icon Jamuna Television

এবার সৌদিতে যাচ্ছেন মাহরেজ ও হ্যান্ডারসন

এবার ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আরও দুই তারকা যোগ দিচ্ছেন সৌদি প্রো লিগে। ম্যানসিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজ পাড়ি জমাচ্ছেন আল আহলিতে। লিভারপুল অধিনায়ক হ্যান্ডারসনের নতুন ঠিকানা হতে পারে আল ইত্তিফাক।

সৌদি ক্লাব আল আহলি মাহরেজের সার্ভিস পেতে ৩০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে ম্যানসিটিকে। ব্রিটিশ গণমাধ্যমের মতে, তাতে প্রায় রাজি সিটিজেনরা। সে কারণে দলের প্রাক-মৌসুম সফরের দলের বাইরে রাখা হয়েছে মাহরেজকে। সবকিছুই প্রায় চুড়ান্ত, এখন কেবল অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

অন্যদিকে, সৌদি লিগের আরেক ক্লাব আল ইত্তিফাক লিভারপুল মিডফিল্ডার জন হ্যান্ডারসনকে দলে নিচ্ছে। বিবিসির দেয়া তথ্য মতে, ১২ মিলিয়ন পাউন্ড ও বোনাসের মাধ্যমে চুক্তি সম্পন্ন হয়েছে দুই পক্ষের মধ্যে। আল ইত্তিফাকের কোচ হিসেবে আছেন লিভারপুলেরই কিংবদন্তি স্টিফেন জেরার্ড।

গুঞ্জন আছে, প্রো লিগের আরেক দল আল ইত্তিহাদ তাদের দলে ভেড়াচ্ছে লিভারপুলের আরেক মিডফিল্ডার ফ্যাবিনহোকে।

/এএম

Exit mobile version